সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
ভোলা প্রতিনিধি :: আসন্ন উপজেলা নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তজুমদ্দিন মুক্তিযোদ্ধা ভবন কম্পেলেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগের ১৬১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ।
দলীয় নেতাকর্মীদের ভোটে প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান পদে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান । তিনি পেয়েছেন ৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ৮৫ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসনা বেগম ১০৩ ভোট পেয়ে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ন‚রুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আব্দুল মমিন টুলু।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd