গোয়াইনঘাটে এসআই পীযুষের সহযোগীতায় স্তন টিউমার থেকে রক্ষা পেলো আনোয়ারা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

গোয়াইনঘাটে এসআই পীযুষের সহযোগীতায় স্তন টিউমার থেকে রক্ষা পেলো আনোয়ারা
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানার বিদায়ী সেকেন্ড অফিসার এসআই পীযুষ কান্তি দাস। বাড়ী সুনামগঞ্জ জেলার শাল্লা থানায়। তিনি গোয়াইনঘাট উপজেলা সদরে একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাসায় রান্নাবাড়ার কাজ করতেন নিয়াগুল গ্রামের শামছুল ইসলামের স্ত্রী। মাস তিনএক পূর্বে হঠাৎ আনোয়ারার মা তার বাসায় কাজ করতে এসে কান্নাকাটি শুরু করেন। পীযুষ কান্নার কারন জিগ্যেস করলে আনোয়ারার মা জানান আনোয়ারার স্তনে ক্যানসার হয়েছে।
পীযুষ আনোয়ারার মাকে শান্তনা দিয়ে তার চিকিৎসার ব্যাপারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে পীযুষ অন্যান্য বন্ধুদের সহযোগীতায় আনোয়ারার স্তনের চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরু করে দেখা যায় ক্যানসার নয় আনোয়ারার স্তনে টিউমার হয়েছে। প্রায় ষাট হাজার টাকা ব্যায়ে আনোয়ারার টিউমার ভাল হয়েছে।
সর্বশেষ পীযুষ কান্তি দাশ গোয়াইনঘাট থানা থেকে বদলী হওয়ার পূর্বে শনিবার সকাল ১০ টায় আনোয়ারার চিকিৎসা বাবত আরো ১০ হাজার টাকা প্রদান করেন।

এসময় আনোয়ারার মা ও স্বামী হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মৃত শফিক মিয়ার পূত্র ওসমান মিয়া উপস্থিত ছিলেন। আনোয়ারা জানান পীযুষ দাদার কারনে আমার স্তনের টিউমার ভাল হয়েছে। আমি তার জন্য দোয়া করি যেন তিনি সর্বদা ভাল থাকেন সুস্ত থাকেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..