গোয়াইনঘাটে যুবদল কর্মী মিয়া কালা’র উপর পুলিশ পরিচয়ে নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

গোয়াইনঘাটে যুবদল কর্মী মিয়া কালা’র উপর পুলিশ পরিচয়ে নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির ছোট ভাই যুবদল কর্মী মিয়া কালা এর উপর পুলিশী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ইউনিয়ন যুবদলের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। যুবদল কর্মী মিয়া কালা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন ইউনিয়নের হাতিরখাল গ্রামের মোশারফ আলীর ছেলে।

গোয়াইনঘাট প্রেসক্লাব প্রঙ্গনে গতকাল ৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখে ইউনিয়ন যুবদলসহ এলাকার সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মানবন্ধনে বক্তারা বলেন- গত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পরের দিন পুলিশের কাজে বাধা ও নির্বাচনে প্রতি বন্ধকতার সৃষ্টির অভিযোগে একটি মিথ্যা মামলা করে পুলিশ ১ জানুয়ারি ২০১৯ ইং তারিখে মিয়া কালার বাবা এবং ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পরে ৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখে সাদা পোষাকধারী একদল সন্ত্রাসী পুলিশ পরিচয় দিয়ে মিয়া কালাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এরপর তিন-চারজন মিলে তাকে নির্মম ভাবে নির্যাতন চালিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। আহত অবস্থায় এক পরিচিত আত্মীয়র সাহায্যে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় ভর্তি আছেন মিয় কালা। এই পরিবারের উপর এমন নির্যাতনে মিয়া কালা এর মা পাগল প্রায়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মিয়া কালা এর বড় ভাই ও তার অসুস্থ্য বাবাকে মুক্তি দিন এবং মিয়া কালার উপর অন্যায় ভাবে পুলিশ পরিচয়ে সন্ত্রাসী নির্যাতন বন্ধের দাবি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..