সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: কোম্পানীগঞ্জ থানার বাঘজুরে বসত বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন-মৃত হাজি আব্দুস সাত্তারের ছেলে গৌছ উদ্দিন (৪৫), আলীম উদ্দিন (৪০), কবির উদ্দিন (৩০) মৃত আব্দুল লতিবের ছেলে শাহাব উদ্দিন (৩০)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে আলীম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার ইছাকলস ইউনিয়নের বাঘজুর গ্রামের মৃত হাজি আব্দুস সাত্তারের ছেলে গৌছ উদ্দিনের সাথে দীর্ঘ দিন থেকে একই বাড়ির উস্তার আলীর ছেলে মনির উদ্দিন ও সমুজ আলীর ছেলে পাপ্পু গংদের সাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনির উদ্দিন ও পাপ্পু গংসহ ১০-১২জন মিলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গৌছ উদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এসময় রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রæত হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে গৌছ উদ্দিনের পরিবার থেকে জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd