সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব কেন্দ্রে হানাহানি, সংঘাত, সহিংসতা, দখল, জাল ভোট প্রদান প্রভৃতির শঙ্কা থাকে, সেগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়। সংঘাত-সহিংসতা হওয়ার শঙ্কা প্রবল হলে কেন্দ্রগুলোকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (অধিক ঝুঁকিপূর্ণ) এবং যেসব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে ‘সাধারণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, সিলেট বিভাগের সিলেট জেলায় ভোটকেন্দ্র আছে ৯৯২টি। তন্মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র ৬০৭টি, বাকি ৩৮৫টি কেন্দ্র সাধারণ।
সুনামগঞ্জ জেলার ৬৬৮টি ভোটকেন্দ্রের মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র ৪১৭টি। সাধারণ কেন্দ্র আছে ২৫১টি।
মৌলভীবাজার জেলায় ৫১২টি ভোটকেন্দ্র রয়েছে। সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র এ জেলাতেই ‘অধিক গুরুত্বপূর্ণ’ (অধিক ঝুঁকিপূর্ণ) কেন্দ্র আছে। এ জেলায় ২১২টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১২৬টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ এবং ১৭৪টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
বিভাগের হবিগঞ্জ জেলার ৬৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই-তৃতীয়াংশই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলার ৪২২টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ এবং সাধারণ কেন্দ্র রয়েছে ২১১টি।
সবমিলিয়ে সিলেট বিভাগের ২৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৬৪ ভাগ কেন্দ্রই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ।
জানা গেছে, সিলেট মহানগরী এলাকার সাধারণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর অন্তত ১৬ জন সদস্য নিযুক্ত থাকবেন। তন্মধ্যে অস্ত্রধারী পুলিশ ৩-৪ জন থাকবেন। এ এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী ৪-৬ জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৭ জন সদস্য নিযুক্ত থাকবেন।
মহানগরীর বাইরের এলাকার সাধারণ কেন্দ্রে থাকবেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৪ জন সদস্য; তন্মধ্যে অন্তত দুজন অস্ত্রধারী থাকতে পারেন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী ৩-৫ জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুরুত্ব বিবেচনা করে নির্বাচনে কেন্দ্রগুলোতে নিরাপত্তার ছক কষা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কেন্দ্রে মূল দায়িত্ব পালন করবেন। এর বাইরে মাঠে থাকবেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd