সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের মত সুনামগঞ্জেও একাদশ সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচারণা কার্যক্রম আজ মধ্য রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। সেই সাথে সুনামগঞ্জের ৫টি আসনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচারণা শেষ মুর্হুতে বৃহস্পতিবার করেছে। জেলার ৫টি আসনে আ,লীগ,বিএনপি,জাপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আছেন।
নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীরা শুক্রবার (২৮ ডিসেম্বর)সকাল ৮টা পর্যন্ত প্রচার ও সভা-সমাবেশ করার সুযোগ পেলেও আজ দিনটিই হচ্ছে তাদের জন্য প্রচারের শেষ দিন। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী,ভোটগ্রহণের ৪৮ঘণ্টা আগ থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে। আরপিওর ৭৮(১)ধারায় বলা হয়েছে,ভোট শুরুর ৪৮ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ঘণ্টা পর কোনো ব্যক্তি,প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ নির্বাচনী এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা এতে যোগ দিতে পারবেন না। সে অনুযায়ী,২৮ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল এবং শোভাযাত্রা করা যাবে না। সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৬৬৮টি। এর মধ্যে গুরুত্বপ‚র্ণ ভোটকেন্দ্র ৪১৬টি এবং সাধারণ ভোটকেন্দ্র ২৫২টি। জেলার ৫টি আসনের ১১টি উপজেলায় ১৬লক্ষ ৪৭হাজার ৫শ ৩৫জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮লাখ ২৩হাজার ৬২৬জন এবং মহিলা ভোটার ৮লাখ ২৩হাজার ৯০৯জন। ৫টি আসনে উল্লেখ্যযোগ্য প্রার্থীরা হলেন,সুনামগঞ্জ-১(তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা)আসনে মহাজোটের মোয়াজ্জেম হোসেন রতন(নৌকা),ঐক্যফ্রন্টের নজির হোসেন(ধানের শীষ),সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা)আসনে মহাজোটের জয়া সেন গুপ্তা(নৌকা),ঐক্যফ্রন্টের নাছির উদ্দিন চৌধুরী(ধানের শীষ),সুনামগঞ্জ-৩(দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর)আসনে মহাজোটের এম এ মান্নান(নৌকা),ঐক্যফ্রন্টের মাওলানা শাহিনূর পাশা চৌধুরী(ধানের শীষ-জমিয়তে উলামা),সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর)আসনে পীর ফজলুর রহমান মিসবাহ(লাঙ্গল-জাপা),ঐক্যফ্রন্টের ফজলুল হক আছপিয়া(ধানের শীষ),সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা) মহিবুর রহমান মানিক(নৌকা),মিজানুর রহমান চৌধুরী (ধোনের শীষ)। আগামী ৩০ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd