সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: জাফলংয়ে ধানের শীষের মঞ্চ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে সভা পন্ড হয়েছে। ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিম’র গাড়ি থেকে উপজেলা বিএনপির সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান ও দিলদার হোসেন সেলিম’র প্রধান নির্বাচনী এজেন্ট শাহআলম স্বপন কে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার বিকেলে এক্যফ্রন্ট ও ২০দলীয় জোট’র উদ্যোগে জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ পথসভা ছিল। এরই লক্ষে ধানের শীষের প্রার্থী দিলদার হোসেন সেলিম নেতৃবৃন্দ নিয়ে রওয়ানা দেন জাফলংযের উদ্দেশ্য। গোয়াইনঘাট উপজেলা সদরে যাওয়া মাত্রই থানা পুলিশ গাড়ি বন্ধ করে প্রার্থীর গাড়ি থেকে ভাইস চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়।
গত ২দিনে পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়। রাধানগর বাজার থেকে জাফলং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সাইদুর রহমান, সারীঘাট থেকে ইউনিয় যযুবদলের সেক্রটারী সমছির, তার দুই ভাই নজির আহমদ কামাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস ও মাওলানা জাকির হোসেন, ছাত্রদল নেতা আরিফ আহমদ, ডৌবাড়ি ইউনিয়নের আটককৃতরা হলেন শাহজাহান,মখলিছ, মনসুর তৈয়বুর, রুবেল, মখলিছ, নিজাম।
এদিকে মঞ্চ ভাংচোর, সভাপন্ড’র প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী সাবেক এম.পি দিলদার হোসেন সেলিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd