নৌকার বিজয় নিশ্চিত জেনে বিএনপি এখন দিশেহারা : ইমরান আহমদ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

নৌকার বিজয় নিশ্চিত জেনে বিএনপি এখন দিশেহারা : ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ বলেছেন, নৌকা মার্কার বিজয় নিশ্চিত জেনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা এখন দিশেহারা হয়ে পড়েছে। নৌকার গণজোয়র দেখে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে তারা এখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারেক রহমান নানা অপকর্মের দায়ে একাধিক মামলায় ফেরারি আসামী হয়ে লন্ডন বসে নির্বাচন বানচালের জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করার অপচেষ্টা করছে। তাই এ দেশের শান্তি প্রিয় সাধারণ মানুষ সকল নীল নকশার বিপক্ষে অবস্থান নিয়ে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুণরায় নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। তিনি গতকাল সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেট-৪ আসনের মানুষ বঙ্গবন্ধুর নৌকাকে ভালবেসে ইমরান আহমদকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। সমাবেশস্থলে উপস্থিত কয়েক সহ¯্রাধিক জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সেই বিজয়ের ধারা অব্যাহত রেখে এবারের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ইমরান আহমদকে পুণরায় বিজয়ী করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে মন্ত্রীত্ব উপহার দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, প্রবাসী আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, মো. আসলম, সামছুল আলম, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহŸয়ক ফারুক আহমদ, যুগ্ম আহŸায়ক সাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, শ্রমিকলীগ সভাপতি মাসুক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুমান, জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..