সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে ৬নং ওয়ার্ডে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আহমদ মাসুদ জানান- রাত পৌণে ১টার দিকে হটাৎ একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে কার্যালয় লক্ষ্য কয়ে কয়েকটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
এদিকে হামলার খবর পেয়ে সিলেটের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কার্যালয়ে ছুটে যাচ্ছেন বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd