গোলাপগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

গোলাপগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ৬টায় বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর গণসংযোগে ছিলেন বলে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় নোমান উদ্দিন মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..