ছাতকে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

ছাতকে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী ও সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাতক শহরের রহমতবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের মদরিছ আলীর পুত্র ও মাওলানা সৈয়দ মনসুর আহমদ সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রয়াত মৌলভী সৈয়দ আশরাফুল হকের পুত্র।
জানা যায়, দুপুরে ২০দলীয় জোটের সাথে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর এক মতবিনিময় সভাশেষে দু’জন শহর থেকে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ ফিরছিলেন। ওই সময় শহরের রহমতবাগ এলাকায় মোটরসাইকেল থামিয়ে ছাতক থানার ওসির নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..