গোলাপগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ : থানায় মামলা দায়ের, গ্রেফতার -২

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

গোলাপগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ : থানায় মামলা দায়ের, গ্রেফতার -২

ক্রাইম সিলেট ডেস্ক : গোলাপগঞ্জ থানার অন্তর্গত আছিরগঞ্জ বাজারে গত ১৪/ ১২/ ২০১৮ ইং তারিখে বিকাল অনুমান ৫:৩০ ঘটিকার দিকে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, ঐ দিন বিকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বাজারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। অপরদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাজারের একপাশে রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করতে ছিলেন। এতে বাজারে যানজটের সৃষ্টি হইলে স্থানীয় ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতৃবৃন্দ তাদেরকে প্রোগ্রাম সংক্ষিপ্ত করতে বলতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ের পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর ভাবে আহত হন।
এ বিষয়ে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ শামীম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উশৃংখল বিএনপির নেতাকর্মীরা সমাবেশের নামে বাজারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা বাধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা করে। এ বিষয়ে তিনি বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬৫, তারিখ: ১৫/১২/১৮ ইং। মামলার আসামিরা হলেন: ১। মছব্বির আহমদ, ২। বদরুল ইসলাম, ৩। মো: জাবেদ আহমদ, ৪। তাজ উদ্দিন আহমদ, ৫। জাহেদ আহমদ, ৬। আব্দুর রব, ৭। মঞ্জুর রহমান, ৮। জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ৯। রাজীব আহমদ, ১০। কাইয়ুম আহমদ, ১১। ইকরাম আলী। অপরদিকে ঘটনার বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত জেলা সভাপতি সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এজাহার নামীয় দুজন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন খাগাইল গ্রামের মোঃ মহিবুর রহমানের ২ ছেলে মো: জাবেদ আহমদ ও জাহেদ আহমদ। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..