নগরীর শাহী ঈদগাহ থেকে অস্ত্র সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

নগরীর শাহী ঈদগাহ থেকে অস্ত্র সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত স্বর্ণের চেইন বিক্রয়ের ৭হাজার ও একটি ছোরা উদ্ধার করেছে। এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত লাল রংয়ের পালসার মোটরসাইকেল জব্দ করেছে। সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

এর আগে সোমবার (১৭ ডিসেম্বর)  বিকেল ৩টা ২৫ মিনিটে সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

কারাগারে প্রেরণকৃতরা হচ্ছে- নবীগঞ্জ থানাধীন বোরহানপুর গ্রামের আব্দুর রউফের ছেলে নিজাম উদ্দিন (৩৫), বর্তমান সে বিমানবন্দর থানাধীন বাদামবাগিচা এলাকার ২নং রোডের ২৬ নং বাসায় বসবাস করে আসছে। এছাড়াও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শাহাবাজপুর গ্রামের আব্দুল হকের ছেলে জিল্লুল হক (৩২),বর্তমান সে বিমানবন্দর থানাধীন বাদামবাগিচা এলাকার ২নং রোডের  ২৬ নং বাসায় বসবাস করে আসছে।

পুলিশ জানায়, সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের  নগর বিশেষ শাখায় কর্মরত নারী কনস্টেবল তুলি রায় পুলিশ লাইন্স থেকে রিক্সাযোগে কর্মস্থলে আসছিলেন। কোতোয়ালী থানাধীন হাওয়াপাড়া দিশারী/১১১ বাসার সামনে পৌঁছামাত্রই পেছন থেকে একটি লালকালো রংয়ের পালসার মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২ জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার পড়নে থাকা ৮ আনা ওজনের স্বার্নের চেইন (মূল্য অনুমান ২৫ হাজার টাকা)  জোরপূর্বক ছিনিয়ে নেয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..