পোষ্টারে চেয়ে গেছে সিলেট নগরী

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

পোষ্টারে চেয়ে গেছে সিলেট নগরী

স্টাফ রিপোর্টার :: আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট ছাড়া এলাকার প্রধান প্রধান সড়ক পাড়া মহল্লার অলিতে গলিতে পোস্টার লাগানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক আর মোড়ে মোড়ে টানানো হচ্ছে পোস্টার। পাড়া-মহল্লায়ও সাঁটানো হচ্ছে পোস্টার। কিছু গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি রাস্তার ডিভাইডার, বিদ্যুতের খুটি, প্রাতিষ্ঠানিক দফতরের ওয়ালে টানানো হয়েছে ব্যানার। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ভেতরে ও নির্বাচনী কার্যালয়ে ফেস্টুন টানানো হয়েছে। ভোর হতে না হতেই এ যেনো অন্য নগরী, এ যেনো সত্যিকার অর্থেই ভোটের আমেজ, ভোটের উৎসবে ছেয়ে গেছে পুরো নগরী।

এদিকে, প্রতীক পেয়ে আনুষ্টানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং গণসংযোগে নেমেছেন সকল প্রার্থী এবং তাদের সমর্থকেরা। সমর্থকদের হাতে হাতে রয়েছে তাদের পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারণার লিফলেট। লিফলেটগুলো সমর্থকেরা সাধারণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।

এবারের নির্বাচন পূর্বের যেকোন নির্বাচনের চেয়ে একটু একটু কম প্রচারণা। সোমবার (১০ডিসেম্বর) জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনের প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের এ কে আব্দুল মোমেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খন্দকার আবদুল মুক্তাদীর (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলন’র মাওলানা নাসির উদ্দিন (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রনব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট (আইওজে) মোহাম্মদ ফয়জুল হক (মিনার), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. দেওয়ানুল হক চৌধুরী (হাত পাখা)।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..