বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও অধ্যক্ষ ড. এনামুল হক সরদারকে প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদাল।
বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান ও আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত শিক্ষাবিদ অধ্যক্ষ ড. এনামুল হক সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয় এবং মুহিবুর রহমান, ড. এনামুল হক সরদারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলাম। পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে গত ৭ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন ভবন এজলাসে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আপিলেও তাদের দুই জনের প্রার্থীতা বাতিল করা হয়। ফলে তারা উচ্চ আদালতে রিট দায়ের করেন।
সোমবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে এনামুল হক সরদারের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ প্রদান করেন আদালত। এদিকে, মঙ্গলবার (১১ ডিসেম্বর) একই আদালতে মুহিবুর রহমানের দায়েরকৃত রিট শুনানী হয়। শুনানী শেষে মুহিবুর রহমানের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুর রহমান ও ড. এনামুল হক সরদার।
তবে আদালতের আদেশের সার্টিফাইড কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর তারা তাদের প্রার্থীতা ফিরে পেলে এবং প্রতিক বরাদ্দ হলে তারা নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানা যায়।
Sharing is caring!