কমলগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

কমলগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জের অর্জুণ দেবনাথ অভিযোগ করেছেন সংখ্যালঘু হওয়ার কারণে তিনি তার সহায় সম্পদ রক্ষা করতে পারছেন না। প্রভাবশালী মহল তার জমির ফসল জোর পূর্বক কেটে নিয়েছে। এখন তার জমি দখলের পায়তারা করছে। থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ অভিযোগ করেন। কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কুমড়াকাপন এলাকার বাসিন্দা অর্জুন দেবনাথ বলেন, কুমড়াকাপন মৌজার এস,এ, ৪৪১২, ৪৪১৩, ৪৫৮৫, ৪৪২১, ৪৪১৪ ও ৪৪১৬ দাগভূক্ত ২একর ২১ শতক ভূমির মৌরসীসূত্রে মালিক তাহারা ৬ ভাই। স্থানীয় প্রভাবশালী মজিদ বক্সগং তাদের সম্পত্তি দখলের নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাহারা মৌখিক খরিদ দাবী করিয়া এস এ রেকর্ডীয় মালিক মৃত ব্যক্তি আমাদের পিতামহ কামিনী নাথ ও হরেন্দ্র মোহন নাথকে পক্ষ করিয়া মৌলভীবাজার জজ আদালতে একটি হয়রাণীমূলক ০৬/২০১৭ ইং স্বত্ব মামলা এবং তাহার প্রবাসী ২ ভাই এবং প্রতিবন্ধী ১ভাইসহ ৬ জনকে আসামী করে আদালতে ৮০/১৮ নং ফৌজদারী মামলা দায়ের করে হয়রানী করছে। তিনি বলেন, নিজ সম্পদ রক্ষার্থে কমলগঞ্জ জর্জ আদালতে তার দায়েরকৃত ৭০/২০১৮ নং স্বত্ব মামলাটি বিচারাধীন থাকাবস্থায় প্রভাবশালী চক্রটি জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকী দিলে আদালত কমলগঞ্জ থানা পুলিশের মাধ্যমে গত ২০শে নভেম্বর‘১৮ উল্লেখিত ভূমিতে ১৪৪ ধারা জারী করেন। গত ৪ঠা ডিসেম্বর তারিখে প্রতিপক্ষ ধানকাটার প্রস্ততির বিষযটি অবগত হয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান তৎক্ষনাৎ বিহিত ব্যবস্থাগ্রহনের জন্য এস আই ফরিদ মিয়াকে দায়িত্ব দেন। গত ৭ ও ৮ ই ডিসেম্বর ব্যক্তিগত কাজে তার ঢাকায় অবস্থানের সুযোগ নিয়ে প্রভাবশালীরা প্রকাশ্য দিবালোকে জমির ধান কেটে নেয়। তিনি মোবাইল ফোনে বিষয়টি এস আই ফরিদ মিয়াকে অবগত করার পর এস আই সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেননি। আদালতের নিষেধাজ্ঞা সত্তেও থানা পুলিশের এহেন ভূমিকায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমি সংখ্যালঘু হওয়ার কারণেই আজ আমার জানমাল ও সম্পত্তির কোন নিরাপত্তা নেই। প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের সমূহ সম্পদ দখল করে নেওয়ার। যে ধরণের আইনী সহায়তা পাওয়ার কথা প্রশাসনের কাছ থেকে তাও পাচ্ছিনা। বর্তমানে অামি আমার পরিবারবর্গকে নিয়ে চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছি। প্রতিপক্ষ প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার কারণে যেকোন মুহুর্তে আমার জানমাল ও সম্পদের ক্ষতি করতে পারে। অর্জুন দেব নাথ নিধু, তার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানী ও ফসল লুটের সুবিচারসহ তার সম্পদ ও জানমালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ বিষয়ে এস আই ফরিদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আদালতের কোন নিষেধাজ্ঞা আছে বলে তার জানা নেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..