সিলেট-৪ আসনে ধানের শীষে সেলিম, নৌকায় ইমরান

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

সিলেট-৪ আসনে ধানের শীষে সেলিম, নৌকায় ইমরান

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে  সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-৪ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

সিলেট-৪ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল), জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মো. জিল্লুর রহমান (হাত পাখা)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..