সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন আইসিউতে

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন আইসিউতে

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ ৫আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটের আল-হারমাইন হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। শনিবার (৮নভেম্বর)সন্ধ্যারপর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে(আইসিউ) তিনি রয়েছেন নিশ্চিত করেছেন ছাতক উপজেলা বিএনপি নেতা আলিম উদ্দিন। তাকে দেখতে গিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্ধ।

এর পূর্বে মিলনকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মিলন সমর্থকরা। হাইকমান্ডের সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে গণপদত্যাগ করার সিদ্ধান্ত ছিল তাদের।

শেষ পর্যায়ে সমাবেশস্থলে আকস্মিকভাবে উপস্থিত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন মিলন। এসময় সভায় উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যের আহŸান জানিয়ে বক্তৃতা দিতে শুরু করেন মিলন। তার আবেগঘন বক্তৃতা শোনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। কর্মীদের কান্না দেখে কাঁদেন নিজেও। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে কলিম উদ্দিন আহমদ মিলন মিছিল না করার জন্য তাদের অনুরোধ করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি রাস্তায় শুয়ে পড়ে মিছিলের বাধা হয়ে দাঁড়ান। দলের সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে মেনে নিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মনোনয়ন বঞ্চিত এই বিএনপি নেতা।

সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার)আসনের বিএনপি’র মনোনয়নবঞ্চিত তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় মনোনয়ন না দিলেও তার বিক্ষুব্ধ কর্মীদের শান্তনা দিয়ে দেশ ও দলের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আবেগঘন বক্তৃতা দিয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানিয়েছেন। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন,আপনাদের প্রত্যাশা ছিল নির্বাচনে আমাকে যাতে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সেটা না হওয়ায় আপনারা আজ দুঃখ ভারাক্রান্ত। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করে বলছি,দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে,তারেক রহমান নির্বাসনে। এই পরিস্থিতে প্রার্থী যাকেই করা হোক না কেন সারা বাংলাদেশেই খালেদা জিয়াকে ধানের শীষের প্রার্থী মনে করতে হবে। এই দুঃসময়ে দেশ ও দলকে বাঁচাতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্বাসন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে।আপনারা যুগ যুগ ধরে আমার সাথে নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রামে সাহসের সাথে অংশগ্রহণ করেছেন। জনগনের দুয়ারে দুয়ারে গিয়েছেন। জেল খেটেছেন,গুলিবিদ্ধ হয়েছেন। মামলা হামলায় বিপর্যস্থ হয়েছেন। সমাবেশে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অংগ সংগঠের মিলন অনুসারী কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সুনামগঞ্জ-৫আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের পদপদবী ও মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল মিলন ও মিজানের মধ্যে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..