সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যুবলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মধ্যনগর থানা সদরে অনুষ্টিত নৌকার মিছিলের প্রকাশিত সংবাদে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের নাম না থাকায় ছাত্রলীগের এই সাবেক সাধারন সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে স্থানীয় চার সাংবাদিক লাঞ্চিত হয়েছে। এঘটনায় বুধবার(০৫,১২,১৮)সন্ধ্যায় আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার মধ্যনগর থানা প্রতিনিধি এমএ মান্নান বাদি হয়ে থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খানসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬-৭জনকে আসামী করে মধ্যনগর থানায় এ মামলাটি দায়ের করেন।
লাঞ্চিত সাংবাদিকরা হলেন,দৈনিক আজকের সুনামগঞ্জের মধ্যনগর থানা প্রতিনিধি এমএ মান্নান,দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার প্রতিনিধি অমৃত সেমন্ত জ্যোতি,দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি আল-আমিন ও দৈনিক উত্তরের আলো পত্রিকার মধ্যনগর থানা প্রতিনিধি সুরঞ্জন তালুকদার।
লিখিত অভিযোগ সুত্রে জানাযায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে মঙ্গলবার(০৪,১২,১৮) সন্ধ্যায় মধ্যনগর বাজারে নৌকার পক্ষে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলের ওই সংবাদটি বুধবার স্থানীয় একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু প্রকাশিত ওই সংবাদে মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খানের নাম না থাকায় স্থানীয় সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার বিকালে স্থানীয় ওই চার সাংবাদিক মধ্যনগর সদরের বড় জামে মসজিদের সামনে অবস্থান করছে জেনে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১০-১৫জন ছাত্রলীগের নামধারীরা অকথ্য ভাষায় ওই চার সাংবাদিককে গালমন্দ করতে থাকে এবং এক পর্যায়ে তারা সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি শুরু করে তাদের চশমা ও মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে শারীরিক ভালে লাঞ্চিত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান।
এব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।
মধ্যনগর থানার ওসি মোঃ সেলিম নেওয়াজ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগটি তর্দন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd