সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮
গোয়াইনঘাট সংবাদদাতা :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ৪-আসনের বিএনপি মনোনিত সংসদ সদ্স্য পদপ্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন নির্যাতিত নিপিড়িত মানুষের মুক্তির জন্য ধানের শীষে ভোটদিন। তিনি বলেন আওয়ামীলীগ’র লোকজন ধানের শীষের গনজোয়ার দেখে দিশেহারা হয়ে ঐক্যফ্রন্ট ও ২৩দলীয় জোট নেতৃবৃন্দের উপর প্রশাসন দিয়ে নির্যাতন শুরু করছে। তিনি বলেন এসব করে বিএনপি ও জোট নেতৃবৃন্দের দমানো যাবেনা। তিনি দখলদার বাহিনির হাত থেকে দেশকে আরেকবার স্বাধীন করতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
মঙ্গলবার বেলা ১ টা থেকো রাত ৮টা পর্যন্ত উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট বাজার, পাঁচসেউতি বাজার, মঞ্জিলতলা বাজার, বারহাল বাজার, লাফনাউট বাজার, হাতিরপাড়া পয়েন্ট ও কোওরবাজার এলাকায় মতবিনিময় কালে এসব কথা বলেন। এসকল মতবিনিময় সভায় হাসান মেম্বার,আজির উদ্দিন মেম্বার ও খলিলুর রহমানের পৃথক সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এবাদুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা যুবদলের সভাপতি এমএ মতিন ও সেক্রেটারি হাজি খলিক, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ফখরুল, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খান ও সেক্রেটারি গোলাম কুদ্দুস কামরুল, উপজেলা স্বেচ্ছা-সেবকদল নেতা গোলাম সরওয়ার ও ফয়জুল হাসান বুলবুল, গোয়াইনঘাট কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, যুগ্ম-সম্পাদক হাবিবউল্লাহ বাহার, ও সাংগঠনিক ফাহিম হাসান, ইউনিয়ন ছাত্রদল সভাপিত মনোয়ার হোসেন সাজু, সেক্রেটারি রুবেল আহমদ, সাংগঠনিক কামরুল, ছাত্রদল নেতা জাহেদুজ্জামান জাহেদ, ইয়াহিয়া বাদল, জোবায়ের, যুবদল নেতা আবু হানিফ, ফারুক আহমদ, সেলিম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd