খাদিম নগর পিঠার পাড়া গ্রামের তিন পক্ষের বিরোধ নিষ্পত্তি

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮

খাদিম নগর পিঠার পাড়া গ্রামের তিন পক্ষের বিরোধ নিষ্পত্তি

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পিঠা পাড়া গ্রামে তিন পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে পিঠার পাড়া গ্রামের জমি নিয়ে মঈন উদ্দিন উওরাধীগণ ও মুরহুম ইউনুছ আলির উওরাধীগণ এবং মুরহুম আব্দুর রহমানের উওরাধীগণদের মধ্যে জায়গা জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটে।

অবশেষে স্তানীয় এলাকা ও ইউনিয়ের হস্তক্ষেপে উভয় পক্ষের বিরোধ আপোষে নিষ্পত্তি হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। জানা গেছে, ৩ ডিসেম্বর মঙ্গল বার স্থানীয় পিঠা পাড়া গ্রামের পন্ঞায়েত কমিটি উদ্যোগে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষের সম্মতিতে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়।

এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩ নং খাদিম পাড়া ইউরিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, উভয় পক্ষের সৃষ্ট বিরোধটি সাময়িকভাবে নিষ্পত্তি করা হয়েছে। এ সময় এলাকার স্তানীয় মুরব্বী, ইউপি সদস্য সহ যুবক ও তরুনরা উউপস্তিত ছিলেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..