জৈন্তাপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অবিযোগে আদালতে মামলা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮

জৈন্তাপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের অবিযোগে আদালতে মামলা

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাাপুর উপজেলার পল্লীতে রাতের আধারে দুই সন্তানের জননীকে ধর্ষনের অবিযোগে গত ২৯ নবেম্বর সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে কামরুলকে প্রধান আসামি করে লিখিত অবিযোগ দায়ের করেন ধর্ষনের শিকার উপজেলার চারিকাটা ইউনিয়নের বাউরভাগ (উত্তর) গ্রামের হুছন আহমদের স্ত্রী দুই সন্তানের জননী লাকী বেগম।
অবিযোগ সুত্রে জানা যায়, গত ২০শে নবেম্বর স্থানিয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিল, সন্ধার পর অবিযোগ কারির স্বামী হুছন আহমদ ও বড় ছেলে ওয়াজ মাহফিলে চলেজান। সে সুযোগে এলাকর বখাটে নামে পরিচিত বাউরভাগ উত্তর গ্রামের সমসুল ইসলাম  ছেলে কামরুল ও ইসলাম উদ্দিনের ছেলে রাসেল কৌশলে হুছন আহমদের ঘরে প্রবেশ করে তার স্ত্রী উপর ঝাপিয়ে পড়ে প্রাণ নাশের হুমকি দিয়ে অবৈধ কার্যকলাফ করে কামরুল, এরি মধ্যে হুছন বাড়ীতে চলে আসচে দেখতে পেয়ে বখাটেরা দৌড়জাপ দিয়ে পালিয়ে জাবার সময় লোকজন তাদের চিনে ফেলে। বিষয়টি দামা চাপা দিতে মৃত বাবর আলীর ছেলে ছয়ফুল ইসলাম অন্যদের সহযোগিতায় তার বাড়ীতে আটকিয়ে রাখে মহিলাকে, ঘটনার সংবাদ পেয়ে মেয়েকে উদ্বার করতে পিতা ছয়ফুলের বাড়ীতে গেলে পিতার হাতে মেয়েকে তুলে দিতে অপরাগতা প্রকাশ করলে ২৩ নবেম্বর মেয়েকে উদ্বারের জন্য পিতা জৈন্তাপুর মড়েল থানায় লিখিত অবিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়ফুলের বাড়ী থেকে বিকটিমকে উদ্বার করে পিতার কাছে তুলেদেয়। পরবর্তীতে ২৫শে নবেম্বর জৈন্তাপুর মড়েল থানায় লাকী বেগম ঘটনার বিচার চেয়ে লিখিত অবিযোগ দিলে পুলিশ কতৃপক্ষ মেডিকেলে গিয়ে চিকিৎসার পরামর্শ দিলে ২৬শে নবেম্বর সিলেট ওমেক হাসপাতালের ৫নং ওয়াড়ে ভর্তিহয়ে ওসিসি নিউনিটের মাধ্যমে মেডিকেলে চেকআফ করে ২৯শে নবেম্বর আইনজিবীর মাধ্যমে সিলেট নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে লিখিত অবিযোগ দায়ের করলে মাননীয় আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তসাপেক্ষে ববস্থা গ্রহনের আদেশ প্রধান করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..