সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মাসের মেন্টরশীপ ট্রেনিং শেষে মহড়ায় অংশ নিয়েছে সিলেটে পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইনে অনুষ্ঠানিক মহড়া শেষে ২৪ জনের হাতে সনদ তুলে দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
পুলিশের বিশেষ দলটি জঙ্গিদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন সহিংস ঘটনা এড়াতে মাঠে কাজ করবে পুলিশের এ বিশেষ দল।
যে কোন পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গীদমন, মাদক ও চোরাচালানীদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্র ও জর্ডানের প্রশিক্ষক দল।
এই টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ফলে সিলেট মহানগর পুলিশ আরো শক্তিশালী ও দক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd