সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল মোল্লারবন্দ গ্রামের ৬ সন্তানের এক জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সুলতানা বেগম (৩৬) মোল্লারবন্ধ গ্রামের আব্দুল বারীর স্ত্রী। সুলতানা বেগম আনসার ভিডিপিতে কাজ করেন।
নিখোঁজের পর স্বামী দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং-১৩৮২)। ডায়েরীর বিবরণে জানা যায়, সুলতানা বেগম গত ২০ নভেম্বর বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরে যান নি। অনেক খোঁজাখুজি করার পর ২৮ নভেম্বর তার স্বামী দক্ষিণ সুরমা থানায় এ সাধারণ ডায়েরী করেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সুলতানা বেগম বাড়ি থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে বের হয়ে যাওয়ার পর তাহার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৩৪২৩৩৮৫৬ থেকে তিনি কল করে বলেন সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন কিন্তু এখনো বাড়ি ফিরেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd