নগরীর ফুটপাতের মাছ ব্যবসা উচ্ছেদের দাবীতে দুই দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

নগরীর ফুটপাতের মাছ ব্যবসা উচ্ছেদের দাবীতে দুই দিনের আল্টিমেটাম

সিলেট :: সিলেট নগরীর লালবাজার ও জালালবাজারের মৎস্য ব্যবসায়ীরা নগরীর ফুটপাত থেকে ভাসমান মাছ ব্যবসায়ীদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার সন্ধ্যায় লালবাজার এলাকার রাস্তায় তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি ও জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এ বিক্ষোভে অংশ নেন। তাছাড়া আগামী দুই দিনের মধ্যে নগর ভবনের সামন থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত রাস্তায় অবৈধভাবে বসা মৎস্য ব্যবসায়ীদের উচ্ছেদের দাবী জানান। তাদের এই দাবী মানা না হলে তারা বাজার ছেড়ে রাস্তায় মাছ বাজার বসানোর হুমকি প্রদান করেন। বিক্ষোভকালে লালবাজার ও জালালবাজারের বাতি নিভিয়ে অনিয়মের প্রতিবাদ জানানো হয়। এসময় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টুর সহযোগিতার আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন আন্দোলনরত ব্যবসায়ীরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, ব্যবসায়ী নেতা মামুনুর রশীদ, ইব্রাহিম মিয়া, ইব্রাহিম আলী, সালাউদ্দিন সালাই, রুমেল আহমদ, হীরা আলম, হেলাল উদ্দিন, আলা উদ্দিন, মফিজ আলী, আলমগীর হোসেন, জহির উদ্দিন কুনু, ইসমাইল উদ্দিন, জুবের আহমদ, গোলজার মিয়া, আব্দুস সাত্তার, আব্বাস আলী, শাহাবুল প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..