বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরু পুড়ে ছাই

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরু পুড়ে ছাই

Manual5 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে বিশ্বনাথে অগ্নিকান্ডে ৪টি গরুসহ বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মুফতিরগাঁও গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা উন্নত জাতের ৩টি গাভী, ১টি বাছুর, পানির পাম্প, ফার্নিচার ও নতুন ঘরের নির্মাণ কাঠসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ঘরে আগুন লাগার ঘটনাটি আমাদের পাশের বাড়ির আলাল মিয়া দেখতে পান। তিনি বিষয়টি আমাদেরকে অবহিত করেন। তাৎক্ষনিভাবে আমরা ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্ঠা করি। কিন্তু ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি। ফলে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে কেউ আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। একমাত্র সম্ভল ছিল উন্নত জাতের ৪টি গরু তাও আগুনে পুড়ে গেল। এখন আমি নি:ম্ব হয়ে গেলাম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..