সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৮
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম এ কথা বলেন।
সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে হিরো আলমের পরিবার নিয়ে নানা কথা উঠছে। যেখানে বলা হচ্ছে, হিরো আলম তার শ্যালিকাকে নিয়ে পালিয়ে এসেছিলেন। তিনি নিজের সন্তান ও স্ত্রীর খোঁজ নেন না। তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন হিরো আলম।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি ইদানিং ঢাকায় বেশি থাকি। তাই আমার স্ত্রী ও আমার বাবা ব্যবসা দেখে। আমি সুযোগ পেলেই চলে যাই। আমার বিরুদ্ধে বিপক্ষ পার্টির কয়েকজন নিউজ করাচ্ছে। তারা চায়, আমার নামে বদনাম ছড়ায়ে দিয়ে আমাকে নির্বাচন থেকে সরাতে, আমি জানি কারা এসব করছে। এর আগেও এমন নিউজ তারা করিয়েছিল।’
এই মডেল-অভিনেতা বলেন, ‘ভাই দেখেন, আমাকে নিয়ে কী সব বাজে কথাবার্তা বের করেছে। অনেক পত্রিকাগুলোতেই এসেছে। আমার বাসায় আমার বাবাকে এর জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এগুলো কিছু হলো ভাই বলেন?’
হিরো আলম বলেন, ‘আমি সবসময় বলেছি, আমার সব ভালো কাজের জন্য আমার অনুপ্রেরণা আমার স্ত্রী। আর যেসব গুজব হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি চাইলে এ বিষয়ে আমার স্ত্রী সঙ্গে কথা বলতে পারেন।’
বগুড়ায় ক্যাবল সংযোগ স্থাপনের ব্যবসা রয়েছে আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সেই সুবাদেই তিনি নিজের স্থানীয় সংযোগগুলোতে প্রচারের জন্য কিছু মিউজিক ভিডিও তৈরি করেছিলেন বিভিন্ন সময়, যা গত বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে হিরো আলমের ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তার ভিডিও নিয়ে দেশে ও দেশের বাইরে ট্রল হয়।
গত বছরে ফেসবুক ও ইউটিউবে তুমুল ঝড় তুলেছিলেন এই হিরো আলম। জাতীয় দলের ক্রিকেটার, তারকা অভিনেতাদের সঙ্গে সেলফি তোলাসহ নানা কারণে তিনি আলোচিত হন মূলধারার গণমাধ্যমেও। শুধু তাই নয়, ইন্টারনেটে খোঁজার ক্ষেত্রে বলিউড তারকা সালমান খানকে পেছনে ফেলেন হিরো আলম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd