প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে শুকুর আলী নিজ গ্রাম থেকে মোটর সাইকেলযোগে ভোলাগঞ্জ ১০ নম্বরে যাচ্ছিলেন। পথে ধলাই ব্রীজ সংলগ্ন এলাকায় পাড়–য়া গ্রামের প্রতিপক্ষ হাবিব মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।