সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে বিশেষ অভিযানে জামায়াত ইসলামী’র এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরীর সোনারপাড়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. গোলাম কিবরিয়া (২৮) এসএমপির শাহপরাণ (রহঃ) থানার উর্মি-৩৮ সোনারপাড়া শিবগঞ্জ এলাকার মৃত সামছুল হকের পুত্র। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ ঘ ধারায় সন্দিগ্ধ আসামী মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার এফআইআর নং-৩, তারিখ-০৪/১১/২০১৮ রয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপির পুলিশ সুপার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর ভোররাতে উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মো. গোলাম কিবরিয়া (২৮)কে গ্রেপ্তার করেন। গোলাম কিবরিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
………………………..
Design and developed by best-bd