দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ প্রতিনিধি  :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত‌্যাশী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে  নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত মঙ্গলবার তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলে।
মনোনয়ন ফরম জমা দিতে তাহসিনা রুশদির লুনার সঙ্গে ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম‌্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম‌্যান, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আলা উদ্দিন, এমাদ খান, যুবদল নেতা শাহিন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস‌্য শাহ আমির উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম, শিমুল মিয়া ও এম ইলিয়াস আলীর বড় পুত্র আবরার ইলিয়াস অর্নব।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..