জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মা সহ অাহত ৪ শিক্ষার্থী

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মা সহ অাহত ৪ শিক্ষার্থী

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত এবং মা সহ ৪ জেএসসি পরীক্ষার্থী আহত। এলাকাবাসী সূত্রে জানা যায়- ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় স্কুল ছুটির পর মা শিশুটিকে বাড়ীতে নিয়ে জাবার পথে সিলেট তামাবিল মহাসড়কের অালু বাগান হিল রির্সোট এলাকায় সিলেট হতে ছেড়ে অাসা দ্রুতগাড়ী ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৭৩০৫ চাপায় মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী মোকামবাড়ী গ্রামের মিলন বিশ্বাসের মেয়ে সুনিতা রানী বিশ্বাস(৭) এবং তার মায়েন উপর তুলে দিলে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়৷ এ ঘটনায় শিশুটির মা  মিলন বিশ্বাসের স্ত্রী দীপ্তি রানী বিশ্বাস (২৫) অাহত হন৷ স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে দীপ্তি রানী বিশ্বাসকে উদ্ধার করে জৈন্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে৷ কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ এদিকে ঘাতক ট্রাক নলজুরী এলাকায় জনতা অাটক করে৷ এসময় দূর্ঘটনায় প্রতিবাদে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।  পরে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় প্রতিবাদি জনতা৷

এদিকে দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ষ্টেশন বাজারে ট্রাকের চাকা বিষ্ফোরিত হয়ে ৪জন জেএসসি পরীক্ষার্থী অাহত হয়৷ অাহতরা হল- বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বাউরভাগ গ্রামের ইসমাইল অালীর মেয়ে অাফরোজা বেগম(১৪), সামসুল ইসলামের মেয়ে সুমা বেগম(১৪), সানফর অালীর মেয়ে ফাতেমা অাক্তার(১৩) এবং জমির উদ্দনের মেয়ে মরিয়ম বেগম(১৪) অাহত হন৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিলে শিক্ষার্থীরা বাড়ী ফিরে যায়৷

 এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির জানান- সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার প্রেরন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি৷  এবং হাইওয়ে পুলিকে খবরদেই৷ তারা এসে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্তা গ্রহন করছে৷  অপর ঘটনায় অাহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়৷

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..