সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
আলী হোসেন,গোয়াইনঘাট :: সারা দেশের ন্যায় সিলেটর গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে। বিএনপি,জামায়াত’র এবং সীমান্ত জনপদ জাফলংয়ে অবৈধ পন্থায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে। শুক্রবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ১৫জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়,আটককৃত ব্যাক্তিরা হলেন জাফলং ছৈলাখেল গ্রামের আব্দুল হানিফের পুত্র আউয়াল মিয়া (৩০),সামছুল হকের পুত্র শহীদ মিয়া (৪৫),শফিকুর রহমানের পুত্র মাসুদুর রহমান (৪০),একই গ্রামের মৃত হাসেন আলী মুন্সীর পুত্র সুজন মিয়া (৪৫),নয়াবস্থি গ্রামের আলী হায়দার’র পুত্র মোঃ আব্দুল হানিফ (৩৮),নূর মিয়ার পুত্র শহিদুল ইসলাম (২৫),গোয়াইন গ্রামের ছৈদউল্লা’র পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), সয়ফুর রহমানের পুত্র মুহিবুর রহমান (৫০),দোয়ারা বাজার টেংলাটিলা গ্রামের মুজিবুর রহমানের পুত্র আব্দুল মালেক (৩৫),শাল্লা রাহুতলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র জুয়েল আহমদ (২২),সুনামগঞ্জ বল্লবপুর গ্রামের চিনু মিয়ার পুত্র জালাল উদ্দিন (৩০), কাশেম মিয়ার পুত্র রমজান আলী (৩০),একই গ্রামের নুরুল ইসলামের পুত্র মাজহারুল ইসলাম (২৮),নিলফামারী জেলার ডিমলা থানার তালিয়া গ্রামের আমিনুর রহমানের পুত্র আবুল কালাম (২৮),আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া মইপুর গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র (ওয়ার্ড সদস্য) আব্দুস শুকুর (৪৫)।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল আটকদ্বয়ের সত্যতা নিশ্চিত করে বলেন। ধৃতদের মধ্যে ৯জনের বিরোদ্ধে গোয়াইনঘাট থানায় রাজনৈতিক নাশকতামুলক এবং ৬জনের উপর জাফলং পাথর কোয়ারী সংক্রান্ত মামলা রয়েছে। অপরাধ মুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের এ অভিযান আরো বেশ কিছু দিন অব্যাহত থাকবে।
উল্লেখ্য শনিবার বেলা সাড়ে ৩টায় আটকদ্বয়দের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd