বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আর স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে ঘিরে পুলিশের তৎপরতা সম্পর্কে জনগণের মাঝে জানান দিতে মোটরসাইকেল মহড়া করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, এস আই, এএসআই, কনস্টেবলসহ প্রায় ৪০জন পুলিশ সদস্যের সমন্বয়ে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল শোডাউন বের করা হয়।
শোডাউনটি বৃহস্পতিবার বিকেলে থানা চত্বর থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম মোটরসাইকেল মহড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের এটি রুটিন ওরাক। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।