সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
আফজালুর রহমান চৌধুরী :: সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে লাইসেন্স না থাকলেও রাস্তায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অদক্ষ আম্বরখানা সিএনজি অটোরিকশা চালক। অদক্ষ হাতে তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
সংশ্লিষ্টরা বলছেন, আইন শৃঙ্খলাবাহিনীর সংস্থাগুলোর চোখের সামনে দিয়েই এসব চালক দিব্যি গাড়ি চালাচ্ছেন। কার্যকর প্রতিকার না থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে সড়কে বাড়ছে লাশের মিছিল। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে এসব মৃত্যুর ঘটনার অধিকাংশই আসলে বেপরোয়া পরিবহন চালকদের দায়হীন হত্যাকাণ্ড। পরিবহন শ্রমিকদের শক্তিশালী ট্রেড ইউনিয়ন ও মালিকদের তৎপরতার কারণে সড়কে নিহতদের পরিবার বিচার পায় না।
চালকরাও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি ছাড়াই আইনের আওতা থেকে বেরিয়ে যান। জবাবদিহিতার অভাবে তারা আবারও গাড়ি চালানায় প্রতিযোগিতায় পাল্লায় মেতে ওঠেন।আম্বরখানা অটোরিকশা স্টপিজ এর অনভিজ্ঞ লাইসেন্স বিহীন চালক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে যাত্রী ও পথচারীর জীবন। গতকাল সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কের মালনীছড়া চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দম্পতি দুই শিশু সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। অাজ সকালে কাকুয়ার পারে অটোরিকশার ধাক্কায় এক স্কুল ছাত্র গুরুতর অাহত অবস্থায় ওসমানী মেডিকেল এ পেরণ। চলতি দুপুরে দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর অাহত অবস্থায় ওসমানী মেডিকেল এ পেরণ। এসকল দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রশাসনে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু প্রদেক্ষেপ কমনা করছে সচেতন মহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd