সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে তেল গ্যাসের জনগুরুত্বপূর্ন এলাকা সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র৷ হরিপুরে রয়েছে ছোট বড় অনেক টিলা ও পাহাড়৷ পাহাড় ও টিলা গুলোকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘ দিন রাত সমান তালে কর্তন করে মাটি বিক্রয় করে অাসছে৷
গতকাল ৪ নভেম্বর রবিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উত্তরশ্যামপুর এলাকায় ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করা হয়৷ পাহাড় কর্তনের দায়ে ভ্রাম্যমান অাদালত ঘাটের ছটি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে তাজ উদ্দিন(২২) কে অাটক করে এবং মাটি বহন কাজে ব্যবহৃত ট্রাক গাড়ীটি জব্দ করে৷ অপরদিকে ভ্রাম্যমান অাদালতের উপস্থিতিটের পেয়ে পাহাড় কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়৷
এবিষয়ে ভ্রাম্যমান অাদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান- উত্তরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সাথে জড়িত তাজ উদ্দিন কে অাটক করি এবং মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাট জব্দ করি৷ পরে মোবাইল কোর্টের মাধ্যমে অাটক তাজ উদ্দিন কে ১মাসের জেল প্রদান করি৷ এছাড়া পাহাড় কাটার সাথে জড়িতেদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি যানান৷ নির্বাহি ম্যাজিষ্ট্যাট অারও জানান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান থাকবে৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd