সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দুই টেস্টের প্রথমটিতে জিম্বাবুয়ে টসে জিতে প্রথমে ব্যাট করছে। সে ম্যাচের ৪৮ তম ওভারে শেষ হয়েছে তখন। নাজমুল ইসলাম অপুর করা ওই ওভারেই জিম্বাবুয়ে হারিয়েছে সিকান্দার রাজাকে। প্রান্ত বদল করে মুশফিকুর রহিম যখন মিডিয়া প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তখনই হুট করে এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে।
হঠাৎ করেই মাঠের মধ্যে দৌড়ে আসা কিশোরটি জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে। তবে প্রথম চমকে উঠেছিলেন মুশফিক। পরে নিজেকে সামলে নিয়ে তিনিও জড়িয়ে ধরেন কিশোরকে।
তবে নিরাপত্তাকর্মীদের এসব ভালো লাগার কথা না। তাদের বেষ্টনী বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢোকে পড়া কিশোরকে পাঁজকোলা করে বাইরে নিয়ে গেছেন তারা।
খেলা চলাকালীন ক্রিকেট মাঠে দর্শকদের ঢোকে পড়ার ঘটনা অবশ্য বহুবার দেখা গেছে। বাংলাদেশে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে মাশরাফি মর্তুজার এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠে। সেসময় তাকে ধরে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে। মাশরাফির অনুরোধেই পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd