নায়িকা মৌসুমী এখন একটি নিউজ পোর্টালের সাংবাদিক

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

নায়িকা মৌসুমী এখন একটি নিউজ পোর্টালের সাংবাদিক

ক্রাইম সিলেট ডেস্ক : প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। ঢাকাই সিনেমা তিনি মাতিয়ে রেখেছেন সৌন্দর্য আর অভিনয়ে। আজ ৩ নভেম্বর তার জন্মদিন। সকাল বেলায় জানিয়েছিলেন কাছের মানুষ ও ভক্তদের সারপ্রাইজ দেবেন তিনি। তখন থেকেই আলোচনা ছিল কী সেই সারপ্রাইজ। অনেকেই হয়তো ভেবেছিলেন নতুন সিনেমার ঘোষণা আসতে পারে। কেউ কেউ ভাবছিলেন হয়তো পরিচালনার ঘোষণাও দিতে পারেন মৌসুমী।

কিন্তু শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’তে আয়োজিত এক অনুষ্ঠানে যে ঘোষণা দিলেন তাতে বেশ অবাক সবাই। নায়িকা মৌসুমীকে এখন থেকে সাংবাদিক মৌসুমীও বলা যাবে। তিনি একটি নিউজ পোর্টালের ঘোষণা দিলেন। নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’। এখানে কেবলমাত্র শোবিজের খবর পাওয়া যাবে।

সাংবাদিকদের সম্মানার্থে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে মৌসুমী বলেন, ‘এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।’

মৌসুমী আরও বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’

মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘মৌসুমীর সঙ্গে পরিচয় হবার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন। আমরা আমাদের ছেলে ফারদিন স্বাধীনকে মিস করছি।’

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ নানা সংবাদ মাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকগণ। অনুষ্ঠানে নায়িকা মৌসুমী একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন। ইয়েস ম্যাক্স নামের চ্যানেলটি অনলাইনে পাওয়া যাবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..