সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সমুদ্রে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, বৃষ্টি আগামী আরও ১দিন স্থায়ী হতে পারে।
এদিকে সৃষ্ট লঘুচাপের এ কারণে বাড়তি সতর্কতার অংশ হিসেবে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
রবিবার দুপুরে আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার কাছাকাছি জায়গায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ উপকূল পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই লঘুচাপের প্রভাবেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেঘের সৃষ্টি হয়েছে। হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।
তবে এই লঘুচাপের প্রভাবে রাজশাহী ও রংপুরে এখনও কোনও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমেছে।
………………………..
Design and developed by best-bd