সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
সিলেট :: সিলেট নগরীর বিলপাড়া যুব সমাজ আয়োজিত ও শেখ সাদ্দাম হোসেন এর সহযোগিতায় ৫ম বিলপাড় শীতকালীন ক্রিকেট প্রিমিয়ার লীগ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ অক্টোবর শুক্রবার রাতে বিলপাড় লালবিল মাঠে অনুষ্ঠিত হয়।
বিলপাড়া এলাকার সাবেক ক্রিকেটার শাহান আহমদ এর সভাপতিত্বে ও যুব সংগঠক নওশাদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মাহবুবুর রহমান মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলপাড় জামে মসজিদের সহকারী মুতাওয়াল্লী শফিকুল আলম, বিলপাড় পঞ্চায়েত কমিটির সহ-সভপতি জামাল আহমদ জবান, কোষাধ্যক্ষ শেখ মোঃ রাজা মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদল আহমদ, মুন্না হোসেন, মাহমুদ আহমদ, রাহেল আহমদ, লিটন মিয়া, জুয়েল আহমদ, অনন্ত মালাকার, অজি আহমদ, আকমল হোসেন, কামাল মিয়া, আবিদ, সারওয়ার, ইকবাল, জাহেদ, হাবিব, জাফর আহমদ, খালেদ আহমদ, কাশেম আহমদ, আমির আলী, ইমরান, সাঈদ, অহি, শেখ তাহিদুর রহমান আদিয়ান প্রমুখ।
বিপুল উৎসাহ উদ্দীপনা প্রচুর দর্শকদের উপস্থিতিতে বিলপাড় যুব সমাজ আয়োজিত ক্রিকেট খেলার ১ম ম্যাচ জাফর একাদশ বনাম রুবেল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় জাফর একাদশ বিজয় লাভ করে। ২য় ম্যাচ আকমল একাদশ বনাম বাদল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাদল একাদশ বিজয় লাভ করে। ৩য় ম্যাচ মুন্না একাদশ বনাম বন্ধু ছাড়া লাইফ ইনপোসেবুল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধু ছাড়া লাইফ ইনপোসেবুল বিজয় লাভ করে।
সেমি ফাইনাল খেলা বন্ধু ছাড়া লাইফ ইনপোসেবুল বনাম জাফর একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধু ছাড়া লাইফ ইনপোসেবুল বিজয় লাভ করে। ফাইনাল খেলায় বাদল একাদশকে পরাজিত করে বন্ধু ছাড়া লাইফ ইনপোসেবুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শেষ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিলপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মাহবুবুর রহমান মমতাজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তরা ৫ম বিলপাড় শীতকালীন ক্রিকেট প্রিমিয়ার লীগকে সহযোগিতা করায় ক্রীড়ানুরাগী শেখ সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান। এলাকার খেলাধুলায় তার সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd