সিলেটে রামদাসহ ৫ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

সিলেটে রামদাসহ ৫ সন্ত্রাসী আটক

স্টাফ ইরেপার্টার :: সিলেট নগরীর ঘাসিটুলা মাদ্রাসা রোডে পাতা কুঁড়ি বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরের এক দল সন্ত্রাসী হামলা-ভাংচুর ও মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার সাইদ আহমদ (২৩), সায়েম আহমদ (২২), গ্রাহক তরিকুল ইসলাম (২৫) ঘটনার এক ঘন্টার মাথায় নগরীর লালাদিঘীর পাড় থেকে ৫ জনকে দেশী অস্ত্রসহ আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটকৃতরা হলেন, লালাদিঘীর পাড় ২৫ নং বাসার ফখরুল মিয়ার পুত্র মঈনুল ইসলাম রানা (২৪), ঘাসিটুলা মস্তফা হাজীর কলোনীর ভাড়াটিয়া মনির হোসেন (১৮), লালাদিঘীর পাড় চুনু মিয়ার ভাড়াটিয়া সোলেমান আহমদ (১৯), লালাদিঘীর পাড় হেলাল মিয়ার কলোনীর ভাড়াটিয়া ইমরান আহমদ (১৮), লালাদিঘীর পাড় এলাকার সুলতান আহমদ (২২),

পাতা কুঁড়ি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুহেল আহমদ জানান, রানা নেতৃত্বে এক দল সন্ত্রাসী বুধবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সমিতির কার্যালয়ে এসময় তারা নগদ অর্থ ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এঘটনা রাত কোতোয়ালী থানায় আমার ম্যানেজার সাইদ আহমদ একটি লিখিত অভিযোগ দাখিল কনে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আবাও হামলা চালায় সন্ত্রাসীরা।

এব্যাপারে কোতোয়ালী থানার এস আই নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তারা নাশকতা প্রস্তুত কালে তাদেরকে লালাদিঘীর পাড় থেকে রামদাসহ আটক করতে আমরা সক্ষম হই।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..