আটকৃতরা হলেন, লালাদিঘীর পাড় ২৫ নং বাসার ফখরুল মিয়ার পুত্র মঈনুল ইসলাম রানা (২৪), ঘাসিটুলা মস্তফা হাজীর কলোনীর ভাড়াটিয়া মনির হোসেন (১৮), লালাদিঘীর পাড় চুনু মিয়ার ভাড়াটিয়া সোলেমান আহমদ (১৯), লালাদিঘীর পাড় হেলাল মিয়ার কলোনীর ভাড়াটিয়া ইমরান আহমদ (১৮), লালাদিঘীর পাড় এলাকার সুলতান আহমদ (২২),
পাতা কুঁড়ি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুহেল আহমদ জানান, রানা নেতৃত্বে এক দল সন্ত্রাসী বুধবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সমিতির কার্যালয়ে এসময় তারা নগদ অর্থ ও ৪টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এঘটনা রাত কোতোয়ালী থানায় আমার ম্যানেজার সাইদ আহমদ একটি লিখিত অভিযোগ দাখিল কনে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আবাও হামলা চালায় সন্ত্রাসীরা।
এব্যাপারে কোতোয়ালী থানার এস আই নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। তারা নাশকতা প্রস্তুত কালে তাদেরকে লালাদিঘীর পাড় থেকে রামদাসহ আটক করতে আমরা সক্ষম হই।