সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বর সেজে হাতির পিঠে এটিএম শামসুজ্জামানহাতির পিঠে চড়ে বিয়ে করতে আসছেন বর! অন্যদিকে বিয়ের পিঁড়িতে প্রস্তুত কনেও। তবে বর-কনের বয়স দেখলে যে কেউ ভিরমি খেতে পারেন। কারণ বর হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান ও কনে দিলারা জামান।
তবে এটি বিয়ে নয়, একটি ধারাবাহিক নাটকের মজার দৃশ্য। মূলত নাটকে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়।
বর-কনে এটিএম ও দিলারা জামানএস এ হক অলিক রচিত ও পরিচালিত এ নাটকের নাম ‘জায়গীর মাস্টার’। এতে বাড়ির কর্তা ও গিন্নি এটিএম শামসুজ্জামান ও দিলারা।
তাদের মেয়ে মৌসুমী হামিদের জন্যই বাসায় নিয়োগ দেওয়া হয় জায়গীর মাস্টার। আর এতেই ঘটতে থাকবে মজার সব ঘটনা।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সালাউদ্দিন লাভলু, অপূর্ব, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ।
বাসর ঘরে দিলারা জামান ও এটিএম শামসুজ্জামানতবে এতে কে হচ্ছেন জায়গীর মাস্টার তা খোলাসা করেননি পরিচালক অলিক।
তিনি জানান, এটি হতে পারে সালাউদ্দিন লাভলু বা অপূর্ব।
তবে কে হচ্ছেন তা জানা যাবে ২ নভেম্বর। কারণ, এদিন থেকে নাটকটি প্রচার শুরু হবে বাংলাভিশনে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে নাটকটি দেখানো হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd