সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার খলিল মিয়া ও মুন্না মিয়ার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আগুনে ২৫-৩০টি পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের লিডার তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে মোমিনখলা জামে মসজিদের পাশে একটি কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার প্রতক্ষদর্শী সিলেট মহানগর কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক সুহেল তালুকদার জানান, আগুনে মোমিনখলার খলিল মিয়া ও মুন্না মিয়ার মালিকানাধীন ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এখন কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তোফাজ্জল হোসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd