সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
গোয়ইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সামাজিক সংগঠন বৃহত্তর মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘ ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে ভারতীয় তীর নামক জোয়া খেলা বন্ধে অভিযান পরিচালনা করে ২০ টি তীরের বই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার রাতে মামার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি ইসমাইল অালী, সাধারণ সম্পাদক ইসমাইল অাহমদ, প্রচার সম্পাদক পাভেল অাহমেদ, অর্থ সম্পাদক অাক্তার অালী, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক অাহমদ, সদস্য অংশু গোসাই রানা, আব্দুছ সাত্তার, শিমুল অাহমেদ শিমু, হুমায়ুন অাহমেদ সুজন, নিলয় পারভেজ সোহেল, ইরফান অালী, মেজর জলিলসহ এলাকার সচেতন যুব সমাজ। মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি ইসমাইল অালী বলেন, জাফলংয়ের মামার বাজার এলাকা থেকে তীর খেলা বন্ধে দীর্ঘদিন থেকে অামরা সচেতনতা মূলক প্রচারণা পরিচালনা করে অাসছি। তার পরও একটি কু-চক্রী মহল প্রকাশ্যে অত্র এলাকার বিভিন্ন রেষ্টুরেন্টসহ জন সম্মুখে তীর খেলা পরিচালনা করে অাসছে। ভারতীয় তীর খেলাসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে অামরা বদ্ধ পরিকর। জাফলং থেকে মাদক, তীর, জোয়াসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd