সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ব্যস্ততম এলাকা আম্বরখানা পয়েন্টে ২ঘন্টা ব্যাপী সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় যানজট নিরসনের জন্য সদস্যরা ট্রাফিক পুলিশকে সহায়তা করেন। প্রত্যেক পয়েন্টে যানবাহন চলাচলের বামদিকের লাইন খোলা রাখেন এবং তা সব সময় খোলা রাখার জন্য ট্রাফিক পুলিশদের অনুরোধ করেন। এতে খুব সহজেই যানজট নিরসন করা সম্ভব। পাশাপাশি পথচারীদেরকে সাবধানতার সহিত রাস্তা পারাপারের আহŸান জানান। এসময় নেতৃবৃন্দ সকলের সচেতনতাই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান ও আব্দুল মুকিত, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, জেলা সভাপতি এম. বাবর লস্কর, মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাদেকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আল-আমিন খান, প্রকাশনা সম্পাদক আশিক আহমদ, সদস্য আহসান হাবিব, আলমগীর হোসেন, মনির চৌধুরী, সানওয়ার হোসেন, পরিমল পাল, ইয়াছিন আরাফাত সুমন প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd