সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
মো মালিক মিয়া,কমলগঞ্জ :: কমলগঞ্জের ভানুগাছ বাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১আগস্ট গ্রেনেড হামলায় বাবর ও পিন্টু সহ ২০ জনের মৃত্যুদন্ড এবং তারেক সহ ১৭ জনের যাবজ্জীবন দন্ডের রায়ের প্রতিবাদে (১০ অক্টোবর) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে সমাবেশে মিলিত হয়, সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর, বক্তৃতায় তৈমুর বলেন। দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এই রায় আমরা মানি না মানবো না অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের ওদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানানু হয় উক্ত প্রতিবাদ সভা থেকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদনান বুলবুল, যুগ্ন আহবায়ক সৈয়দ রুমন আলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সাল, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজানা আহমদ কামরান প্রমুখ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd