সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
মো: আব্দুল কালাম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে স্কুল পড়ুয়া বেশ কয়েক জন ছাত্রদের কাছ থেকে একদল ছিনতাইকারীরা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামের সম্মুখ থেকে ৪ ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশের হাতে ধরিয়ে দেয়।পুলিশ তাদের কাছ থেকে নগদ ৫০০ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার সামনে ঘটনাটি ঘটেছে।আটককৃত ছিনতাইকারীরা হলেন, সদর উপজেলার জগন্নাথপুর এলাকার শওকত আহমদ এর ছেলে ওবায়দুল হক রাহি (১৮) একই এলাকার বাসিন্দা আছমত আলীর ছেলে ইমন আহমদ (২০),শহরের পার্শ্ববর্তী বষির্জোড়া এলাকার বিনোজ কর এর ছেলে রিংকু কর (১৭) ও জগন্নাথপুর এলাকার মনির মিয়ার ছেলে কায়ুম আহম্মদ (১৯)।মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহেল আহম্মদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd