সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
আফজালুর রহমান চৌধুরী :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপস্থিত বিছনাকান্দি। আর সেই বিছনাকান্দি হচ্ছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সৌন্দর্য বৃদ্বি এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের লক্ষে প্রস্থাবিত আনফরের ভাংঙ্গার সেতুর কারনে আজ যত ভোগান্তি পোহাতে হচ্ছে দেশ বিদেশের পর্যটকদের।
উক্ত স্থানে সেতু স্থাপন করা সময়ের দাবি। দেশ বিদেশ থেকে বিছনাকান্দি পর্যটনে আসা পর্যটকরা বলেন আনফরের সেতু না থাকার কারনে জীবন বাজী রেখে নৌকা দিয়ে পাড়ি দিতে হচ্ছে আনফরের ভাংঙ্গা। অনেক সময় নৌকা দিয়ে ভাংঙ্গা পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে যেতে পারে। পর্যটক সহ এলাকার চাকরি জীবি, শিশু, মহিলা সহ অনেক লোক নৌকা দিয়ে পাড়ি দিতে হয়। এসময় নৌকা ডুবে গেলে শিশু,মহিলার মৃত্যু হতে পারে বলে জানান সর্বস্তরের জনগন।
সরজমিনে গিয়ে দেখলে ছোট একটি নৌকা, যার মধ্যে ১০-১৫ জন মানুষের ধারন ক্ষমতা, কিন্তু তারা টাকার লোভে মটরবাইক সহ ৩০-৪০ জন শিশু মহিলাসহ দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের নিয়ে নৌকা পাড়ি দেয়। এতে মৃত্যুর ঝুকি নিয়ে পাড়ি দিতে হয় আনফরের সেতু নামে আনফরের ভাংঙ্গা। দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা সহ সর্বস্তরের জনগনের সময়ের দাবি, আনফরের ভাংঙ্গার সেতু চাই। আনফরের সেতু হয়ে গেলে পর্যটক বাড়বে এলাকার সুনাম অর্জন হবে। তাই সবার মুখে একটাই কথা কবে হবে আনফরের সেতু। এলাকার রাজনীতিবিদ সাংবাদিক চাকরিজীবি ছাত্র ছাত্রী সহ সর্বস্তরের জনগনের সবার দাবি খুব তারাতারী আনফরের ভাংঙ্গার সেতু চাই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd