ক্রাইম সিলেট ডেস্ক : জালিয়াতির মাধ্যমে সাধারণ পাসপোর্টকে সরকারি পাসপোর্ট করে বিভিন্ন দেশে ভ্রমণ ও অপকর্মের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদকের প্রধান কার্যালয় থেকে আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ তা আদালতে দাখিল করবেন।
Sharing is caring!