সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : মদ পানের অভিযোগে ভিভিআইপি ফ্লাইট থেকে বাদ পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু। শুক্রবার লন্ডনের উদ্দেশে যাওয়া প্রধানমন্ত্রীকে বহন করা বিজি-০০১ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
রেওয়াজ অনুযায়ী ভিভিআইপি ফ্লাইটে ওঠার আগে পরীক্ষাকালে ওই ক্রু’র শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। বিমানের চিফ মেডিকেল অফিসার-সিএমও এর ফাইনাল স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে অ্যালকোহলের উপস্থিতি। অ্যালকোহলের টেস্ট পজিটিভ হওয়ায় অভিযুক্ত কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতিকে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়।
ফ্লাইটে চিফ পার্সার হিসেবে গেছেন কাস্টমার সার্ভিসের ডিজিএম নুরুজ্জামান রঞ্জু। ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ফেঁসে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিভাগে মহাব্যবস্থাপকের বিরুদ্ধেও। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফ্লাইট সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুজ্জামান রঞ্জুকেও সোমবার (২৪ সেপ্টেম্বর) গ্রাউন্ডেড করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, প্রথমে মুফতিকে গ্রাউন্ডেড করা হয়। মুফতির পর দায়িত্বে অবহেলা এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে ডিজিএম নুরুজ্জামান রঞ্জুকেও গ্রাউন্ডেড করা হয়েছে।
বিমানের গ্রাহকসেবা সূত্রে জানা গেছে, বিভাগে ডিজিএম রঞ্জুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টাসহ একাধিক অভিযোগ থাকলেও বিএনপিপন্থী এই প্রভাবশালী নেতা ফ্লাইট সার্ভিসের অনেকের মতো প্রভাব খাটিয়ে বছরের পর বছর ভিভিআইপি ফ্লাইট করে যাচ্ছেন।
বিমানের লন্ডন স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর ফ্লাইট হিথ্রোতে বোর্ডিংব্রিজে সংযুক্ত হলে নিয়ম মতে তাকে আগে নামানো হয়। প্রধানমন্ত্রী বের হন এয়ারক্র্যাফ্টের ওয়ান-এল দরজা ব্যবহার করে। নুরুজ্জামান রঞ্জু প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিবেচনা না করেই টু-এল দরজা খুলে দেন এবং সাধারণ মানুষদের আগে বের হওয়ার সুযোগ করে দেন। কী উদ্দেশ্য এয়ারক্র্যাফ্টের টু-এল দরজাটি আগে খুলে দিলেন এই নিয়ে হিথ্রোর নিরাপত্তা কর্মীরাও হতবাক।
এদিকে ঘটনার বিষয়ে মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকসেবা পরিচালককে।
এ বিষয়ে সদ্য দায়িত্ব নেয়া গ্রাহকসেবা পরিচালক মমিনুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলা কিছুতেই সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd