সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শাহপরান থানাধীন মেজরটিলার আলুরতল গ্রামে ডাকাতি করতে গ্রামে প্রবেশ করে এলদল ডাকাত। গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকায় ডাকাতদল সিলেট ইয়াং সোসাইটির সভাপতি ও সুরমা মার্কেটের ব্যবসায়ী রোবেল আহমদের বাসায় মুখমন্ডল ডেকে প্রবেশ করে। রোবেল আহমদ ডাকাত দলকে দেখে তাদের সাথে দস্তাদস্তি ও চিৎকার শুরু করেন। এসময় তিনি ডাকাতদল নেতা মেজরটিলার স্থানীয় সন্ত্রাসী আনসারকে সনাক্ত করতে সক্ষম হন এবং তার নামদরে চিৎকার-চেচামেচি ও দস্তাদস্তি শুরু করলে ডাকাতদল ভীত সন্ত্রস্থ হয়ে রোবেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে রুবেল আহমদ ও তার পরিবারের কাছ থেকে জানা যায় , রাত ১১ ঘটিকায় আমি রাতের খাবার খেয়ে বাংলাদেশ ও ফগানিস্থানের মধ্যকার এশিয়া কাপের খেলা দেখেন। রুবেলের বাসার গেইট খোলার শব্দে বেরহন। বেরহয়ে দেখেন মুখমন্ডল ডেকে প্রায় ১৫-২০ জনের একটি দল আমার বাসার বাউন্ডারি ভিতর প্রবেশ করছে। তাদের দেখে চিৎকার চেচামেচি শুরু করলে তারা রুবেলের উপর হামলা করে এবং তখন তিনি তাদের নেতৃত্বদানকারির মোখোশ দস্তাদস্তি করে খুলে ফেলেন এবং তাকে চিনতে পারি। তাদের পরিচয় ফাঁস হওয়াতে তারা রুবেলকে হত্যার উদেশ্যে আক্রমন করে এতে ডাকাতরা রুবেলের মাতায় ও পেটের নিচে মারাত্বত জখম হয়। বর্তমানে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুস্তি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd